
কৌশিক বসু , দুর্গাপুর : যে মুহুর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলায় নব জোয়ার যাত্রার প্রস্তুতি নিয়ে মাতোয়ারা জেলা তৃণমূল নেতৃত্ব , সেই সময় এক বিড়ম্বনা বয়ে আনল এক যুব তৃণমূল নেতা তথা মিশ্র ইস্পাত প্রকল্পের তৃণমূল ঠিকা শ্রমিক ইউনিউয়নের কার্যকারী সম্পাদক রাজা চ্যাটার্জী। কিন্তু কি এমন করলেন এই যুব তৃণমূল তথা শ্রমিক নেতা ? তিনি সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহ: সেলিম ও দলের যুব রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জীর বক্তব্য যথাক্রমে শেয়ার ও লাইক দেন। মহ: সেলিমের প্রোফাইলে পোস্ট হওয়া লোকসভার একটি বক্তব্য নিজের প্রোফাইলে শেয়ার করেন তৃণমূল নেতা রাজা চ্যাটার্জী। পাশাপাশি সিপিআইএম এর একটি গ্রুপে পোস্ট হওয়া মীনাক্ষি মুখার্জীর বক্তব্য লাইক করেন। এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই বিড়ম্বনায় পড়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই দলীয় নেতৃত্বের রোষানলে পড়ে যান ওই যুব তৃণমূল নেতা।

যদিও রাজা চ্যাটার্জীর সাফাই , ভুল বশত মোবাইলে হাত পড়ে যাওয়ায় এই বিপত্তি। তিনি দলের প্রতি আস্থাবান , প্রয়োজন পড়লে তিনি আপাতত ফেসবুক করা থেকে বিরত থাকবেন।

তৃণমূল ২ নং ব্লক যুবর সভাপতি রাজু সিং বলেন যে যদি কেউ বিরোধী দলের নেতানেত্রীদের পোস্ট শেয়ার করে তাহলে দল নজর রাখছে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে দল। তবে এক্ষেত্রে ভুল করে হয়েছে বলে তাকে জানিয়েছে রাজা চ্যাটার্জী , জানান যুব ব্লক সভাপতি।
এই ঘটনায় মিলেছে সিপিআইএমের প্রতিক্রিয়া। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন যে ফেসবুকের লাইক মুছে দেওয়া গেলেও মনের লাইক কি আর মোছা যাবে ? তিনি আরও বলেন যে বহু তৃণমূল ও বিজেপি কর্মী নেতা কর্মী সামনে দল করছে , যদি ভোট হয় তাহলে সেখানেই প্রতিফলন ঘটবে।
স্বভাবতই অভিষেক ব্যানার্জীর সফরের আগে শহর জুড়ে এই স্যোশাল মিডিয়া বিড়ম্বনা “টক অফ দ্য টাউন” হয়ে দাঁড়িয়েছে।