
৯৯ বাংলা নিউজ ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা । সঙ্গে নামল বৃষ্টি। এদিকে, ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ। আবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার সঙ্গে শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। দিল্লী সহ উত্তর ভারতে চরম শৈত্যপ্রবাহ চলবে বলে জানাচ্ছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ঘন কুয়াশা।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আগামী দু’তিন দিন হালকা বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বেশি কুয়াশার সম্ভাবনা। সঙ্গে শীতল দিনের পরিস্থিতি বিহার সংলগ্ন জেলাগুলিতে।
বুধবার সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতার আকাশ। দৃশ্যমানতা সকালের দিকে অনেকটাই কম ছিল। পরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮৩ শতাংশের মধ্যে।