
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায়।
ভারতীয় মতে ভাগ্যের রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
আসুন, দেখে নি আজকের ভাগ্যলিপি …
মেষ: অন্যদের পাশে পাবেন না, নিজের কাজের উদ্যোগ নিজেকেই নিতে হবে।
বৃষ: কী চাইছেন, সেটা স্পষ্ট ভাবে বলতে হবে, না হলে কেউ বুঝবে না।
মিথুন:তর্কাতর্কি এড়িয়ে চলুন, না হলে অনেকের সাহায্য ভবিষ্যতে মিলবে না।
কর্কট:নিজেকে সীমানায় বাঁধলে চলবে না, আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে।
সিংহ: সাফল্যের লক্ষ্যে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, চোখ-কান খোলা রাখা বাঞ্ছনীয়।
কন্যা:দিন ভাল যাবে, যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়াবে।
তুলা:আত্মবিশ্বাস সঙ্গে থাকবে, মন দিয়ে কাজ করলে সাফল্য সুনিশ্চিত।
বৃশ্চিক:জীবন বদলাতে চলেছে সদর্থক দিকে, এটা মাথায় রেখে পদক্ষেপ করুন।
ধনু: যে অভ্যাস লক্ষ্যের দিকে এগোতে দিচ্ছে না, তা ছাড়তে হবে।
মকর: বেশি না ভেবে শুধু কাজ করে যেতে হবে, লক্ষ্যমাত্রা তাতেই পূরণ হবে।
কুম্ভ : অন্যদের নিজের যুক্তি বোঝানোর বদলে চুপ করে থাকাটাই ভাল হবে।
মীন: অপ্রয়োজনীয় জটিলতা ছেঁটে ফেললেই জীবন সুখের হয়। এটা ভুলবেন না।