
কৌশিক বসু,দুর্গাপুর : বুধবার এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে একাধিকবার ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক যুবক। ইতিমধ্যেই ওই নাবালিকা গর্ভবতী বলে জানা গেছে পরিবার সুত্রে। বৃহষ্পতিবার নিপিড়িতা নাবালিকার মা বিস্ফোরক অভিযোগ আনলেন দুর্গাপুরের বি-জোনের এক তৃণমূল যুব নেতার বিরূদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগ ইস্পাত কলোনীর তৃণমূল যুব নেতা দেবাংশু রায় ও তার দলবল ক্রমাগত হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবকের বিরূদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য। বুধবার অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর থেকেই ওই তৃণমূল যুব নেতা বাড়ী এসে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ মহিলার। এই ঘটনায় আতংকিত হয়ে পড়েছে নাবালিকার পরিবার।
এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে শেলী মন্ডল ঘটনার তীব্র নিন্দে করে অভিযুক্ত তৃণমূল নেতার বিরূদ্ধে প্রশাসনিক পদক্ষেপ দাবি করার পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযুক্ত তৃণমূল যুব নেতা কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন।
যদিও অভিযুক্ত তৃণমূল যুব নেতা দেবাংশু রায় জানান যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিরোধীরা চক্রান্ত করে তাকে ও দলকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসেছিলেন এবং তার পরেই বিরোধীরা এই ষড়যন্ত্র করছে।