
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া:- এলাকায় পাইপ লাইন বসেছে। পাইপ লাইনে মাস খানেক জলও মিলেছিল। কিন্তু তারপর গত এক বছরে আর জল মেলেনি। অঞ্চলে একদিন কর্মসূচীতে গিয়ে গ্রামের মানুষের সেই ক্ষোভের কথা শুনতে হল তৃনমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনা বাঁকুড়া দু নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামের।
আজ থেকে সারা রাজ্যের পাশাপাশি তৃনমূলের অঞ্চলে একদিন কর্মসূচী শুরু হয়েছে বাঁকুড়া জেলাতেও। আজ বাঁকুড়া দুনম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চলে এই কর্মসূচীতে যান তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী সহ দলের নেতারা। গ্রামে যেতেই এলাকার মহিলারা সায়ন্তিকার কাছে এলাকার জল সমস্যা নিয়ে অভিযোগ জানাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ গ্রামে বছর খানেক আগে পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্যেশ্যে পাইপ লাইন বসানো হয়। তারপর এক মাস জল মিললেও প্রায় এক বছর ধরে পাইপ লাইনে কোনো জল মিলছে না। এর ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছেন গ্রামের মহিলারা।
গ্রামবাসীদের কাছে ক্ষোভের কথা জেনে সমস্যার কথা নিজের ডায়েরিতে নথিভূক্ত করে দ্রুত সমস্যা সমাধানের আস্বাস দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার দাবী জুনবেদিয়া এলাকা অপেক্ষাকৃত উঁচু জায়গায় হওয়ার কারনে এই সমস্যা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।