
সৈয়দ মফিজুল হোদা , বাঁকুড়া :গত মঙ্গলবার সোনামুখী বিধানসভার বিজেপির ডাকে কোচডিহিতে বিজেপির একটি পঞ্চায়েত কর্মীসভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় , সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামী সহ একগুচ্ছ নেতৃত্ব । বিজেপির ওই কর্মী সভার পরে পরেই অর্থাৎ গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সেই সভায় তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন । বিজেপির দাবি সোনামুখী ব্লকের কোচডিহি একটি পবিত্র ভূমি যা সমাজের সবকিছু কালিমা থেকে অনেক দূরে । সেই পবিত্র ভূমিতে বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মীসভার আয়োজন করে অপবিত্র করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের এই পাপের ফল যাতে কোচডিহি বাসিকে পোহাতে না হয় তাই আজ সকাল সকাল বাঙালি আচার মেনে গঙ্গাজল দিয়ে সেই জায়গাটিকে শুদ্ধিকরণ করা হলো বিজেপির তরফ থেকে ।
বিজেপি কর্মীদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , তৃণমূলের বুথস্থর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলেই মিথ্যা কথা বলেন । বড় বড় চোর গুলো এলাকাকে অপবিত্র করেছে তাই এই শুদ্ধিকরণ করা হলো ।
বিজেপির এই কর্মসূচি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় । তিনি বলেন , বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি দিশেহারা বিজেপি সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে । বিজেপির এই নোংরা রাজনীতিককে বিজেপির এই ধান্দাবাজি রাজনীতিকে আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ জানাই ।
পশ্চিমবাংলার পঞ্চায়েত ভোট যতই আসন্ন ততোই রাজনৈতিক পারদ চড়ছে । এর মধ্যেই জেলা জুড়ে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও চলছে ব্যাপকহারে । এখন শুধু সময়ের অপেক্ষা আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মানুষ ফের কাকে নিয়ে আছে মসনদে ।