
সন্তোষ মন্ডল, ৯৯ বাংলা: দিদির সুরক্ষা কবজ নিয়ে ফের বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস। আসানসোল এলাকার বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বাধা পেতে হল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কে । আসানসোল দক্ষিণ বিধানসভার বাঁশড়া এলাকায় দিদির দূতের জনসংযোগে গিয়ে বাধাপ্রাপ্ত রাজ্য নেতা বিবেক গুপ্তা । স্থানীয়সূত্রেবখবর, রাজ্যনেতা কে পেয়ে ক্ষোভ উগরে দেয় গ্রামের বাসিন্দারা। বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরে ক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি একাধিক নেতা তাদের কোন অভিযোগ জানালে তারা নাকি শোনেন না। ক্ষোভ বিক্ষোভের ছবি তুলতে গেলে বাধাপেতে হয় সংবাদমাধ্যমকে। বিবেক গুপ্ত সংবাদমাধ্যমকে ছবি তুলতে নিষেধ করেন। তবে সংবাদমাধ্যমকে ছবি তুলতে না দেওয়ার ঘটনায় কড়া সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির স্থানীয় বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল তীব্রভাবে আক্রমণ শোনায় এদিন।তিনি বলেন, লোকবল দেখিয়ে সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয়েছে৷ যেন কেউ ক্ষোভ বিক্ষোভের ছবি তুলতে না পারে। এইভাবে সাধারণ মানুষকে চুপ করানো যায় না। সাধারণ মানুষ সামনে পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে।
তৃণমূলের রাজ্য নেতা বিবেক গুপ্তা এদিন আমরাসোঁতা পঞ্চায়েতের বিভিন্ন বাড়িতে যান এবং অভাব-অভিযোগের কথা শোনেন। যদিও একসময় এই পঞ্চায়েত সিপিআইএমের দখলে ছিল। পরে পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বর্তমানে এই পঞ্চায়েত টাও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হয়ে যায়। তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই বাধা পাওয়ার ঘটনা বেশ কিছুটা অস্বস্তিতে রাখবে শাসকদল তৃণমূল কে।