
বড়সড় সাফল্য পুলিশের।নাকা তল্লাশি চালানোর সময় এক ব্যাক্তির গাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকে। মঙ্গলবার রাতের এই ঘটনা হরিপুর উখড়া রোডের ডায়মন্ড হারবার মোড়ের।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতেও ওই মোড়ে নাকাবন্দি করেছিল পুলিশ। তল্লাশি চালাচ্ছিল অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ।বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি এসউইভি গাড়ি থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ২ পাচারকারীকে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া দুজনকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আসানসোল আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতরা হলেন রাজিব সাউ এবং আস্তিক বোস। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬.২৩ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত দুই ব্যক্তির বাড়ি রানীগঞ্জের বি এন মালিয়ার রোড এলাকায়। গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।