
৯৯ বাংলা নিউজ,হুগলি: তিন কন্যার কৃতিত্বে মুগ্ধ হুগলির বৈদ্যবাটি। জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার মুখ উজ্জ্বল করলেন হুগলি তিন তরুণী। উত্তরপ্রদেশের সাহারানপুরে আয়োজিত ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিজেদের নামে করেন বৈদ্যবাসীর তিন কন্যে তামান্না, সৃজেনা ও অর্পিতা। মেয়ের এই সাফল্যে আনন্দিত পরিবার-পরিজন থেকে এলাকাবাসী সকলেই।
১২ তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের ইনডোর হল শিব মন্দিরে। এটি মার্শালটের একটি অংশ যার উৎপত্তি হয় উজবেকিস্তানে। মোট কুড়িটি রাজ্য এবং ছয়শোর অধিক প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকেও ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল সেই ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে । সেখান থেকেই তিনটি পৃথক স্তরে জয়ী তৃতীয় স্থান অর্জন করে বৈদ্যবাটির তামান্না পাল, সৃজনা সরকার ও অর্পিতা মন্ডল।
তামান্না জয়ী হয় ৫৭ কেজি বিভাগে, সৃজনা জয়ী হয় ৪৮ কেজি বিভাগে ও অর্পিতা ৬৩ কেজি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদকে নিজের নাম লেখান। জানুয়ারি মাসের ১৬ তারিখে এই প্রতিযোগিতার শুরু হয়। ১৮ ই জানুয়ারি তারিখে কুরাসে তিনজন তৃতীয় স্থান অধিকার করে। এরা সকলেই বৈদ্যবাটির বাসিন্দা। আট দশ বছর ধরে কোচ প্রবীর কুমার সিনহার কাছে তিনজনই শিখেছে। এর আগে বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবছর জুনিয়ার হয়েও তিন ছাত্রী সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করে তারা। এর আগে ন্যাশনালে গোল্ড মেডেল এনেছে। তিনজনে তৃতীয় স্থান অর্জন করেছে ।
প্রতিযোগী সৃজন সরকার বলে ৬ বছর বয়স থেকে প্রাক্টিস করছে এর আগে বহু রাজ্য স্তরের খেলায় মেডেল এনেছে সে। পরবর্তীতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে তার।