
৯৯ বাংলা নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজকে উদ্বোধন হল গঙ্গাবিলাস ভেসেলের। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ত্রুজটি। দুই দেশের মধ্যে থাকা ২৭টি নদীও অতিক্রম করবে এই যাত্রা। এই ৫১দিনের যাত্রাপথে কিছু ঐতিহ্যশালী জায়গা, জাতীয় উদ্যান সহ প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো যাবে। আবার গঙ্গার তীরেই ‘Tent City’. অর্থাৎ তাঁবুশহর উপহার দিতে চলেছে বারাণসী। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টেন্ট সিটির উদ্বোধন করতে চলেছেন। বারাণসীর এই সিটির উদ্বোধন করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন।
১২ জানুয়ারি কাশী-বিশ্বনাথে ‘সুর সরিতা-সিম্ফনি অফ গঙ্গা’ এই সাংস্কৃতিক কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে। ক্রুজ লঞ্চের আগেই এই অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রক। রামনগরের কাছে বারাণসীর ঘাটের বিপরীতে ১০০-হেক্টর জমির উপর নির্মিত তাঁবুর শহর ভ্রমণকারীদের পাঁচ তারকা রেটযুক্ত আরামদায়ক থাকার ব্যবস্থা করা রয়েছে এখানে। হাই-এন্ড সুবিধা, যা ২০০ জন লোকের থাকার ব্যবস্থা করতে পারে, গুজরাটের জয়সলমীরের বালির টিলা এবং গুজরাটের কচ্ছের রণের আদলে তৈরি করা হবে।
বারাণসী ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষের মতে, কাশী টেন্ট সিটিতে সুইস শ্যালেটগুলি তিনটি বিভাগে সংগঠিত রয়েছে: গঙ্গা দর্শন ভিলা, প্রিমিয়াম তাঁবু এবং অতি বিলাসবহুল তাঁবু। যারা এই তাঁবুতে থাকবেন তারা বিশ্বনাথ ধাম এবং অন্যান্য বারাণসী ল্যান্ডমার্ক দেখার মতো সুবিধাগুলি ব্যবহার করতে পারবেন।
ভিডিএ-র ভাইস-চেয়ারম্যান অভিষেক গয়ালের মতে, শহরে ৬০০টি কটেজ থাকবে এবং সেগুলির জন্য বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ এখানে থাকা পর্যটকরা সকালের গঙ্গা আরতি দেখতে ও অংশ নিতে পারবেন। তাঁবুর শহরটি অন্যান্য আকর্ষণগুলির মধ্যে অন্যতম থাকবে গেমিং-এর সুবিধা। শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর মধ্যে থাকবে কিং-সাইজ বিছানা, একটি হল এবং অন্যান্য সুযোগ-সুবিধা যেমন একটি রাজওয়াড়ি সোফা সেট, ডাইনিং টেবিল, ল্যাম্প সহ স্টাডি টেবিল এবং ড্রেসিং টেবিল।