
নিজস্ব প্রতিবেদন,কাঁকসা : বর্ধমান হাওড়া কর্ড শাখার পাল্লারোড স্টেশনে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন। সকাল থেকেই তাকে ঘিরে উৎসাহ তুঙ্গে । গতবছরের শেষ লগ্নে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে নতুন বুলেট ট্রেনকে ঘিরে উচ্ছ্বাস শুরু হয় গোটা রাজ্য জুড়ে।
সূচনার দিন থেকেই এই অত্যাধুনিক ট্রেনকে ঘিরে আলোচনা শুরু হয় সব জায়গায়। কেমন দেখতে ট্রেন , কেমন হবে যাত্রা তা নিয়ে কৌতুহল ছিলো তুঙ্গে। বাংলার এই নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বাস আবেগ ছিলো সাধারণ মানুষের।
সেই ট্রেন হঠাৎ এসে দাঁড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের মেমারী ১ নম্বর ব্লকের দলুইবাজার ২ পঞ্চায়েতের পাল্লারোড স্টেশনে।কচি কাঁচা থেকে বয়স্করা সকলেই আসতে শুরু করেছেন বন্দেভারতকে দেখার জন্য।আসলে এটি সরস্বতী পুজোর মন্ডপ। পাল্লা বেলতলা ইয়ং স্টার ক্লাবের পুজো মন্ডপের এবছরের আকর্ষন । ৩৮ তম বর্ষের পুজোর ভাবনা ঘিরে উৎসাহ। অমিত কুমার মহান্তর ভাবনায় পুজো মন্ডপটি তৈরি করা হয়। প্লাটফর্মে এসেছেন দেবী সরস্বতী । দাঁড়িয়ে বন্দেভারত এক্সপ্রেস । পাল্লা বেলতলা ইয়ং স্টার ক্লাবের আয়োজন দেখতে বহু মানুষজন আসবেন বলেই আশা উদ্যোক্তাদের।