
রজত কবি, জামুড়িয়া : জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের হিজলগোদা পঞ্চায়েত এলাকার বাডুল গ্রামে অজয় নদী থেকে শ্যাম সেল ফ্যাক্টরি পর্যন্ত জলের পাইপলাইন বিছানো নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জমছে। তারা বলছেন, তাদের জমি থেকে বিনা অনুমতিতে জলের পাইপলাইন তোলা হচ্ছে।
আজ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বারুল গ্রামে পৌঁছেছেন এবং তিনিও একই প্রশ্ন তুলেছেন। বিধায়ক বলেন যে কার অনুমতি নিয়ে অজয় নদী থেকে শ্যাম সেল কোম্পানিতে জলের এত মোটা পাইপ নিয়ে যাওয়া হচ্ছে ? যেখানে এই পাইপলাইনটি যাদের জমি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, বলেন বিধায়ক। তিনি বলেন, এত জল যদি একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়, তাহলে পানীয় জলের সমস্যা হবে।
তিনি আরও বলেন যে জামুরিয়া থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসা করবেন কার অনুমতি নিয়ে এই কাজ করা হচ্ছে ? তিনি স্পষ্টভাবে বলেছেন, যেসব পরিবারের জমি দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে তাদের হয় চাকরি বা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। রাতের অন্ধকারে এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
