
৯৯ বাংলা নিউজ ডেস্ক : ফের একবার সামান্য কমবে তাপমাত্রা। কুয়াশা গ্রাস করবে কলকাতা সহ ৬ জেলাকে৷ কলকাতা ,হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আগমী দুদিন ঘন কুয়াশায় ঢেকে থাকবে৷ সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে৷ শুধু তাই নয় ফের কমবে তাপমাত্রাও৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়বে৷ এতে কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে পৌঁছাবে৷ কিন্তু ১৭ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে থাকবে। ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তিলোত্তমার তাপমাত্রা৷