৯৯ বাংলা নিউজ ডেস্ক: রাজ্যপালের নিরাপত্তায় নয়া রূপরেখা কেন্দ্রের।রাজ্যপালের নিরাপত্তা বাড়াতে জরুরি উদ্যোগ কেন্দ্রের। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তায় এবার দেওয়ার হল জেডপ্লাস (Z+) সুরক্ষা বেষ্টনী। বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। গোয়েন্দা সংস্থাগুলি দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার প্রস্তাব রাখা হয়। প্রস্তাব পর্যালোচনা করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তায় যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
এবার থেকে বাংলার রাজ্যপালকে নিরাপত্তা দেবেন কেন্দ্রের রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের জওয়ানরা।
যদিও জগদীপ ধনকর পশ্চিমবঙ্গে রাজ্যপাল থাকাকালীন রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। পরে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়। তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সিভি আনন্দ বোসকেও সেই একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য,গত উপরাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। উপরাষ্ট্রপতি নির্বাচিত হবার পর রাজ্যপাল পদ ছাড়েন। অতিরিক্ত দায়িত্ব সামলাতে অস্থায়ী ভাবে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন লা গণেসান। কিছুদিন পর অর্থাৎ ২০২২ এ ডিসেম্বরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস (IAS)অফিসার ডঃ সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় রাজ্যপালের সঙ্গে সর্বদা থাকবে ৩৫–৪০ জন জওয়ান।