
৯৯ বাংলা নিউজ ডেস্ক : মধ্য জানুয়ারিতেই বিদায় নিয়েছে শীত৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গে। সকালে থাকবে হালকা কুয়াশা।
প্রসঙ্গত , ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নামতে পারে পারদ। ফিরতে পারে শীতের আমেজ।উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকতে পারে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশই থাকবে৷ শীতের আমেজ যে উধাও, তা তো বলাই বাহুল্য। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।