
৯৯ বাংলা, নিউজ কে চাকরির প্রকৃত দাবিদার? ধন্দে পড়েছেন দুই চাকুরী প্রার্থী। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরির আসল দাবিদার কে? ববিতা সরকারের নামে ভুয়ো নম্বর দেওয়ার অভিযোগ। আর তারপরই শুক্রবার কলকাতা হাইকোর্টে ববিতা সরকারের মামলার শুনানি। আজকেই নির্ধারিত হবে ববিতার ভাগ্য। ববিতার লাগাতার লড়াইয়ের পর তার নিজের নম্বরের শতাংশে ভুল আছে বলে অভিযোগ ওঠে। অনামিকা রায় নামক এক চাকরীপ্রার্থী সেই সিটটি দাবি করে বসেন।
উল্লেখ্য, পরেশ অধিকারির মেয়ে চাকুরী যাবার পর ববিতা সরকার সেই চাকুরীতে বহাল হয়। নম্বর জটিলতায় পড়ে ববিতার চাকরি চলে যাওয়ার দিকেই ঝুঁকে আছে বেশি। ববিতার আবেদনপত্রে প্রাপ্ত নম্বর ঠিক লেখা থাকলেও শতাংশে ভুল আছে বলে অভিযোগ। স্নাতকে ৬০ শতাংশ নম্বর পেলে আবেদনকারী এসএসসি স্কোর বোর্ডে ৮ পয়েন্ট পান। কিন্তু ববিতা ৬০ শতাংশ পাননি বলে অভিযোগ তুলে অনামিকা রায় নামে আরেক প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। ববিতা যদি ৬০ শতাংশের কম নম্বর স্নাতকে পান, তাহলে তাঁর স্কোর কমে ৬ পয়েন্ট হবে। ফলেই স্কোরবোর্ডে আরও অনেক পিছনেও চলে যাবেন তিনি এমনটাই মনে করা হচ্ছে।
আদালতের নির্দেশে টাকা ফেরায় মন্ত্রী কন্যা।
অঙ্কিতার ফেরানো প্রায় ১৫ লক্ষ টাকা পেয়েছেন ববিতা । এরপর চাকরীপ্রার্থী অনামিকার মামলা দায়ের হওয়ার পরই সেই টাকা ফিক্স ডিপোজিট করার নির্দেশ দেয় আদালত। মামলার রায় বিপক্ষে গেলে সেই টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে ববিতাকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত ববিতার কাছে জানতে চেয়েছে, ৬০ শতাংশ নম্বর না পেয়েও কেন ববিতা তা আবেদনপত্রে লিখলেন?