
৯৯ বাংলা, নিউজ ডেস্ক: বঙ্গে কমছে শীতের দাপট।
শনিবার গত কয়েক দিনের তুলনায় উষ্ণতম দিন। উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়াতে দৈনিক উষ্ণতার পারদ এখন ঊর্ধ্বমুখী। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। ফলে মকরে যে তেমন একটা শীত থাকবে না সেটা বলাই যায়।
গত কয়েকদিন উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী। শনিবার গত কয়েকদিনের তুলনায় শীত কম, এদিন হাওড়া,হুগলি সহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।
শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। সকালে একটু দেরিতে দেখা মিলেছে রোদ্দুরের। ভোর থেকেই হালকা-মাঝারি কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার শীত কম থাকবে। রবিবার রাত থেকেই উষ্ণতার পারদ নিম্নমুখী হতে পারে। ফের সোমবার থেকে বাড়তে পারে শীতের দাপট এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন আংশিক মেঘলা আকাশ, সকালে গত কয়েক দিনের তুলনায় ঠান্ডা কম। মেঘাচ্ছন্ন আকাশ মাঝেমধ্যে রোদ্দুরের দেখা মিলবে। সারাদিন আবছা রোদ্দুর থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়াবে রোদ্দুর। এদিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
তবে মকরের আগেই শীতউধাও।থাকবেনা কনকনানি ঠান্ডা।