
৯৯ বাংলা নিউজ ডেস্ক: প্রতি বছরই ভারত থেকে বিভিন্ন দেশে পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয়।ভারতীয় পড়ুয়াদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়ার চাহিদা নতুন নয়। নিজের বাসস্থান, পরিবার ছেড়ে তাঁদের ভিনদেশে যেতে হয়। তবে এবার থেকে আর ভিনদেশে পাড়ি দেওয়ার দরকার পড়বে না। কারণ শীঘ্রই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় গুলির ক্যাম্পাস তৈরি হবে ভারতে। এক প্রস্তাবের মাধ্যমে সেই পথে এগোচ্ছে সরকার।
জানা গিয়েছে, উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন (ইউজিসি) বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই খসড়া আইন প্রকাশের মাধ্যমে চলতি মাসের শেষের দিকে বিধিগুলো নথিবদ্ধ হবে। যদিও এটি নির্ভর করবে এই বিশ্ববিদ্যালয় গুলো আদৌ তাঁদের শাখা ভারতে খুলতে আগ্রহী হবে কি না, তার ওপর।
উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন অর্থাৎ ইউজিসির অবশ্য দাবি, বেশ কিছু ইউরোপীয় দেশের বিশ্ববিদ্যালয় গুলি তাঁদের ক্যাম্পাস ভারতে স্থাপনে আগ্রহ দেখিয়েছে। তাই আগামী কয়েক মাসের মধ্যে ইউজিসি ভারতে ক্যাম্পাস তৈরির জন্য বিদেশে ভারতীয় দূতাবাসগুলিতে পৌঁছবে। তবে ওই বিদেশি বিশ্ববিদ্যালয় গুলি ক্যাম্পাস গুলিতে পড়ুয়াদের ভর্তি হওয়ার যোগ্যতা, ফি বা স্কলারশিপ, সবটাই ঠিক করবে। শুধু পড়ুয়া নয়, পাশাপাশি অধ্যাপক বা কর্মী নিয়োগের বিষয় গুলি দেখবে স্থানীয় ক্যাম্পাসগুলোর কর্তৃপক্ষ। ফলে নতুন এই ব্যবস্থা চালু হলে বহু পড়ুয়া উপকৃত হবে বলে মনে করছে ইউ জিসি।