
সৈয়দ মফিজুল হোদা , বাঁকুড়া : এবার বিজেপি বিধায়কদের ‘ওঝার ঝাড়ন’ দিয়ে দামোদরের জলে ফেলার নিদান দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। সোনামুখীর কোচডিহিতে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওন্দা ও সোনামুখীর দুই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, দীবাকর ঘরামি দের নাম করে বলেন, ‘ওঝার ঝাড়ন দেওয়ার জন্য যুব সমাজ তৈরী। পঞ্চায়েত ভোটে সোনামুখী থেকে ওঝার ঝাড়ন দিয়ে দামোদরের জলে ভাসানো হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন। গ্রামবাংলার উদাহরণ হাজির করে তিনি বলেন, ‘ভূত চেপেছে। এদের ভূতের ঝাড়ন দেবো’। এমনকি দামোদরের জলে ‘নিরঞ্জন’ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন , সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে কাদের বিসর্জন দেবে মানুষ ঠিক করে রেখেছে ।
অপরদিকে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন , ২০১৯ লোকসভা নির্বাচনের পর আপনি বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিলেন এলাকায় একজন সন্ত্রাসবাদী হিসেবে আপনার খ্যাতি রয়েছে ।